
এবার প্রেমিকার জন্যই মন্ত্রীত্ব ছাড়তে হলো কোলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। বান্ধবী বৈশাখীর সঙ্গে কোলকাতার এই মেয়রের বেশকিছুদিন যাবত প্রেমের কাহিনী চলছে। যার ফলে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলা পর্যন্ত শুরু হয়েছে।
দলীয় অনুষ্ঠানে যোগ না দিয়ে প্রেমিকার সঙ্গে ঘুরে বেড়ানোর অভিযোগও উঠেছে তার ওপর। বারবার সতর্ক করেও কোন লাভ হয়নি। তাই তীব্র তিরস্কারের পর অবশেষে মঙ্গলবার কোলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়কে পদ ছাড়তে নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
একই সঙ্গে তাকে আবাসন ও দমকল মন্ত্রীর পদও ছাড়তে বলা হয়েছে। নির্দেশ মোতাবেক মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়লেন শোভন। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। কোলকাতার মেয়রের পদ থেকেও তিনি পদত্যাগ করবেন বলে জানা গেছে।
চুটিয়ে প্রেমের ফলে নিজের বাড়ি ছেড়ে শোভন আলাদা থাকতেও শুরু করেছেন। বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন তিনি। এ নিয়ে মমতা ব্যানার্জি শোভনকে এর আগেও সতর্ক করেছেন।
মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি সরকারি আবাসন প্রকল্পে গরিবদের বাড়ি দেয়া নিয়ে ভুল তথ্য দেন শোভন। এরপরই শোভনকে বিধানসভায় ডেকে তার কাজ নিয়ে বিরক্তি প্রকাশ করে তাকে পদত্যাগের নির্দেশ দেন মমতা।
আপনার মূল্যবান মতামত দিন: