ঢাকা | শুক্রবার, ৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে জনগন নৌকাকেই চায়

প্রধানমন্ত্রীত্বর চেয়েও বড় আমার কাছে জনগণের ভাগ্য উন্নয়ন করা-শেখ হাসিনা।

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮ ১৮:০৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮ ১৮:০৯

স্টাফ রিপোর্টার: রাষ্ট্র পরিচালনা এবং প্রধানমন্ত্রীর পদ আমার কাছে যতটা না মূল্যবান তার চাইতে এইটা একটা বড় সুযোগ জনকল্যাণের এবং জনগণের ভাগ্য পরিবর্তনের’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে দেশের মানুষের দিন বদলাচ্ছে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে এবং তাঁর সরকারের লক্ষ্যই হচ্ছে উন্নয়নের এই গতিকে অব্যাহত রাখা।

তিনি বলেন, নৌপথ আকাশপথ সড়কের অভূতপূর্ব উন্নয়ন করেছে সরকার।

তিনি আরও বলেন, ৬৮ বছর পরে থাকা ল্যান্ড বাউন্ডারি সমস্যা সমাধান করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই স্বাধীনতা কখনই ব্যর্থ হতে পারে না। আমরা দেশের প্রত্যেকটি ঘরে স্বাধীনতার এই সুফলকে পৌঁছে দিতে চাই এবং এই দেশের আর কোনও মানুষ দরিদ্র থাকবে না, অনাহারে কষ্ট পাবে না।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। সরকার গত ১০ বছরে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশে নামিয়ে এনেছে।

তিনি বলেন, বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। অনেক বিপত্তি পেরিয়ে আমরা উন্নয়নের যাত্রা শুরু করেছিলাম, ইনশাল্লাহ আর কেউ এই যাত্রা থামাতে পারবে না।
বিখ্যাত কবি রবার্ট ফ্রস্টের একটি কবিতার লাইন উদ্ধৃতি করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিজেস টু কিপ অ্যান্ড মাইলস টু গো, বিফোর আই স্লিপ...অ্যান্ড মাইলস টু গো…। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শত অন্ধকার, অমানিশা ভেদ করে এগিয়ে যাবে। আমাদের আরও বহুদূর যেতে হবে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি তাদের নিরাপদে নিজ দেশে ফেরাতে মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণভাবে কাজ করছি। অবশেষে তারা স্বীকার করে নিয়েছে।

তিনি বলেন, আমরা বেসরকারি খাতকে উন্মুক্ত করে দিয়েছি। ফলে কমংসংস্থান বেড়েছে। রফতানি যেনো বাড়ে সেজন্যও কাজ করেছি। দারিদ্র্যসীমা নামিয়ে আনা হয়েছে। প্রবৃদ্ধি বেড়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা কতটুকু বদল আনতে পেরেছি তা এখন আপনারা বিবেচনা করবেন। কিন্তু আমার দাবি হলো যে, আমরা অবশ্যই দিন বদল করতে পেরেছি।



আপনার মূল্যবান মতামত দিন: