ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া ঘটনাবলি

ইতিহাসের এই দিনে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮ ০০:৫০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮ ০০:৫০

১৮১৭ সালের এ দিনে বিখ্যাত জার্মান গবেষক ও ঐতিহাসিক থিওডর মমজেন জন্মগ্রহণ করেন। প্রাচীন রোমের ইতিহাস মমজেনের লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত। এ বইটি প্রাচীন রোম সম্পর্কে সবচেয়ে পূর্ণাঙ্গ বই। মমজেন ১৯০২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি পরের বছর ৮৬ বছর বয়সে মারা যান। জার্মান সংসদ রাইশ্টাকের সদস্য থিওডর মমজেন রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি জার্মান চ্যান্সেলর বিসমার্কের কঠোর সমালোচনা করতেন।

১৮৩৫ সালের এ দিনে বিখ্যাত মার্কিন লেখক মার্ক টোয়েন ফ্লোরিডায় জন্মগ্রহণ করেন। তিনি শৈশব ও যৌবনে অনেক দূঃসাহসিক এবং রোমাঞ্চকর ঘটনায় জড়িত হয়েছিলেন। আর এসব ঘটনাই মার্ক টোয়েনের সাহিত্যকর্মের প্রধান উপাদানে পরিণত হয়। এডভ্যাঞ্চার অব টম সোয়েআর তার লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। মার্ক টোয়েন ছিলেন একজন হাস্য-রসিক ব্যক্তিত্ব। তিনি ১৯০১ সালে মারা যান।

১৯৩৮ সালের এ দিনে ইরানের সংগ্রামী ও স্বাধীনচেতা আলেম আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস দেশটির তৎকালীন স্বৈরাচারি রাজা রেজা খানের অনুচরদের হাতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শাহাদত বরণ করেন। তিনি ১৮৭০ সালে ইরানের আর্দেস্তানে জন্ম গ্রহণ করেছিলেন। জনাব মোদাররেস ইরাকের পবিত্র নাজাফ শহরের ধর্মতত্ত্ব শিক্ষা কেন্দ্রে আয়াতুল্লাহ মীর্যা শিরাজীর মত খ্যাতনামা আলেমদের কাছ থেকে দিক-নির্দেশনা ও শিক্ষা লাভ করেন। এরপর তিনি ইরানে ফিরে এসে স্বৈরাচারি রাজা রেজা খানের অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। আয়াতুল্লাহ মোদাররেস তেহরানের একটি আসন থেকে ইরানের দ্বিতীয় জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর পর স্বদেশী জালেম শাসক এবং বিদেশী উপনিবেশবাদী শক্তির হস্তক্ষেপের বিরুদ্ধে তার সংগ্রাম তীব্রতর হয়। ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং ইরানকে স্বৈরশক্তি ও উপনিবেশবাদীদের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য নিবেদিত-প্রাণ এবং অক্লান্ত-সংগ্রামী এই আলেম তৎকালীন রাজা রেজা খান পাহলাভী সরকারের কঠোর শত্রু হিসেবে চিহ্নিত হন। ফলে রেজা খানের অনুচররা কয়েকবার তাকে হত্যার চেষ্টা চালায়। শহীদ আয়াতুল্লাহ সাইয়েদ হাসান মোদাররেস ছিলেন একজন সাহসী নেতা এবং ব্যক্তি ও সমাজ জীবনে উন্নত দৃষ্টিভঙ্গীর অনুসারী। অনেকেই ধর্ম ও রাজনীতি ভিন্ন বিষয়-এ অজুহাত দেখিয়ে তাকে রাজনীতি থেকে দূরে থাকতে বলতো। কিন্তু তিনি বলতেন, আমাদের রাজনীতি ঠিক ইসলাম ধর্মের মতোই এবং আমাদের ইসলাম ধর্মও ঠিক রাজনীতির মতো। অবশেষে ইরানে বৃটেনের তল্পীবাহক রেজা খান আয়াতুল্লাহ মোদাররেসকে নির্বাসনে পাঠান এবং রেজা খানের অনুচররা এই দিনে তাকে শহীদ করে।

১৯৮৯ সালের এ দিনে মিশরের প্রখ্যাত ক্বারী আবদুল বাসেত্ব মোহাম্মাদ আবদুস সামাদ সেই দেশে ইন্তেকাল করেন। তিনি মাত্র ১২ বছর বয়সে পবিত্র কোরআনের হাফেজ ও ক্বারী হয়েছিলেন। পবিত্র কোরআনের ক্বেরাতের আন্তর্জাতিক নানা প্রতিযোগিতায় তিনি অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন। ক্বারী আবদুল বাসেত্বের সুমুধুর কন্ঠের ও হৃদয়-জুড়ানো পবিত্র কোরআন তেলাওয়াতের অনেক রেকর্ড সংরক্ষিত রয়েছে।

১৪২৮ বছর আগে এই দিনে নবীনন্দিনী খাতুনে জান্নাত হযরত ফাতেমা (সাঃ) ও আমিরুল মুমেনিন হযরত আলী (আঃ) বিবাহ বন্ধনে আবদ্ধ হন। যোগ্যতা ও গুণের আধার ফাতেমা (সাঃ)কে বিয়ে করার জন্য অনেক বিখ্যাত মুসলিম ব্যক্তিত্ব প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী (সাঃ) বলতেন, ফাতেমার বিয়ে মহান আল্লাহর নির্দেশেই হবে। এরপর হযরত আলী (আঃ) ফাতেমা(সাঃ)-কে বিয়ের জন্য প্রস্তাব দিলে বিশ্বনবী (সাঃ) প্রাণপ্রিয় কণ্যার সাথে পরামর্শের পর তাঁর সম্মতি নিয়ে এ দুই মহামানব ও মানবীর বিয়ের ব্যবস্থা করেন। খাতুনে জান্নাত হযরত ফাতেমা (সাঃ) ও আমিরুল মুমেনিন হযরত আলী (আঃ)’র সাদা-সিধে দাম্পত্য-জীবন ছিল ভালবাসা এবং আধ্যাত্মিকতার আলোয় প্রজ্জ্বোল। এই বরকতময় ঘরে জন্ম নিয়েছেন রাসূল (সাঃ)’র আহলে বাইতের সদস্য হযরত ইমাম হাসান (আঃ), ইমাম হোসাইন (আঃ) এবং যেইনাব (সাঃ)’র মত আদর্শ নারী।

ফ্রান্সের বিরুদ্ধে মেক্সিকোর যুদ্ধ ঘোষণা (১৮৩৮)
বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর জন্ম (১৮৫৮)
কবি সাংবাদিক, সাহিত্যিক বুদ্ধদেব বসুর জন্ম (১৯০৮)
উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বাচিত (১৯৬২)
বারবাডোসের স্বাধীনতা লাভ (১৯৬৬)
বঙ্গবন্ধু কর্তৃক বাংলাদেশে দালাল আইনে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন সকল রাজবন্দীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা (১৯৭৩)
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল-ওঋঅউ প্রতিষ্ঠিত (১৯৭৭)
হা-না ভোটে জিয়াউর রহমানের গণআস্থা লাভ (১৯৭৭)



আপনার মূল্যবান মতামত দিন: