ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অবসরে বাণিজ্য সচিব শুভাশীষ বসু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৮ ২০:৪২

নিজস্ব প্রতিবেদক:  কর্মজীবন শেষ করে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) গেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শুভাশীষ বসু। গতকাল আনুষ্ঠানিকভাবে তিনি সহকর্মীদের কাছে বিদায় নেন।

তিনি ১৯৮২ সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কর ক্যাডারে যোগদান করেন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যানসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পদোন্নতিপ্রাপ্ত হয়ে ২০১৭ সালের পহেলা জানুয়ারি তারিখে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। চলতি বছর ১৯ সেপ্টেম্বর সিনিয়র সচিব হন এবং বাণিজ্যমন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোতে অনাড়ম্বর বিদায় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিনের সহ-সভাপতি মুহাম্মাদ মাহবুবুর রহমান পলাশ বিদায় জানান।



আপনার মূল্যবান মতামত দিন: