
খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় প্রভিশন ঘাটতিতে পড়েছে সরকারি ও বেসরকারি ১২টি ব্যাংক। বর্তমানে ব্যাংকগুলোর প্রভিশন ঘাটতি প্রায় ১১ হাজার কোটি টাকা।
আমানতকারীদের সুরক্ষা দিতে ঋণের শ্রেণিমান বিবেচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত হারে প্রভিশন রাখতে হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, প্রভিশন ঘাটতির শীর্ষে রয়েছে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে তিন হাজার ৫৪৮ কোটি টাকা।
এরপরই রয়েছে দেশের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংক। যার প্রভিশন ঘাটতি তিন হাজার ৫৪৪ কোটি টাকা। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছিল সাড়ে ৭ হাজার কোটি টাকা। এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে এক হাজার ৭৪৫ কোটি টাকা।
আপনার মূল্যবান মতামত দিন: