
গ্রাহকের আস্থা বাড়াতে এবার গণমাধ্যমের সহযোগিতা চাইলেন ব্যাংক নির্বাহীরা। তারা বলছেন, ব্যাংক খাতে এ মুহুর্তে কোনো সংকট নেই। আগামীতে ব্যাসেল থ্রি বাস্তবায়নসহ এসডিজির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দেশের ব্যাংক খাত। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় ব্যাংকার্স অ্যাসোসিয়েশন-এবিবি।
সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি আর ফারমার্স ব্যাংকের অর্থ লোপাটের ঘটনায় আস্থার সংকটে পড়ে পুরো ব্যাংক খাত। এ বছরের শুরুতেই তারল্য সংকটের কারণে আমানতকারীদের টাকাও ফেরত দিতে পারছিলনা নতুন প্রজন্মের কয়েকটি ব্যাংক। সংকট কাটাতে ব্যাংকগুলোকে বিভিন্ন নীতি সহায়তা দেয় সরকার।
ব্যাংকারদের দাবি, কিছু গণমাধ্যমের ভুল ব্যাখ্যাও এ খাতের আস্থার সংকটের জন্য অনেকটা দায়ী। তাই সংবাদ প্রচারে আরো সতর্কতার আহ্বান জানান তারা।
এসময় ব্যাংক নির্বাহীরা জানান, গত ১০ বছরে আর্থিক অন্তর্ভুক্তির আওতা বেড়েছে কয়েকগুণ। আগামীতে টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে পর্যাপ্ত অর্থের যোগান দেয়ার প্রতিশ্রুতি দেন তারা।
খেলাপি ঋণ আদায় জোরদার করতে আইনী জটিলতা নিরসনের তাগিদ দেন ব্যাংকাররা।
আপনার মূল্যবান মতামত দিন: