
বগুড়া জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত ও কন্যাদায়গ্রস্থ পরিবারকে এককালিন নগদ অর্থ প্রদান
আব্দুল রাহিম, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুর বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত ও কন্যা দায়গ্রস্থ শ্রমিকদের পরিবারকে এককালিন নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল ২৩ ফেব্রুয়ারি শনিবার সকালে শেরপুর বাসষ্ট্যান্ড বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পদাক আরিফুর রহমান মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতিউর রহমান মতির পরিচালনায় নগদ অর্থ বিতরণ পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) গাজিউর রহমান। এ সময় প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর থানা পুলিশ পরিদর্শক (ট্রাফিক অফিস) জাহিদ হোসেন, বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস আজীবন দাতা উপদেষ্টা আব্দুল মান্নান, শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কে.এম মাহবুবুর রহমান হারেজ, উপদেষ্টা আব্দুল মান্নান শেখ, বগুড়া জেলা মটর মালিক গ্রুপের শেরপুর শখার সধারণ সম্পদাক সেলিম রেজা, বগুড়া জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সেখ, শ্রমিক নেতা আব্দুস সাত্তার সাদেক সহ শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংগঠনের আজীবন দাতা উপদেষ্ঠা জানে আলম খোকা কার মাইক্রো সমিতির নব-নির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান এবং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ২০১৮-২০১৯ সালের ৩৪ জন মৃত শ্রমিক পরিবারের মাঝে ৩০ হাজার টাকা করে ৯ লক্ষ ৪৫ হাজার টাকা ও শিক্ষাবৃত্তি হিসেবে ৬ জনকে ৩ হাজার টাকা করে ১৮ হাজার টাকা প্রদান করেন অতিথিব্দৃ। অনুষ্ঠানের শেষে শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক সদস্যদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান।
আপনার মূল্যবান মতামত দিন: