ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

পরিবেশ বিপর্যয়ের অন্যতম শিকার ঢাকাসহ নগরগুলো

Akbar | প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৫:৫৯

Akbar
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৫:৫৯

ঢাকা: পরিবেশ বিপর্যয় ও তার অভিঘাতের অন্যতম শিকার হলো ঢাকাসহ নগরগুলোর নিন্ম আয়ের মানুষ। নিন্ম আয়ের মানুষের স্বাস্থ্যের ওপর এর প্রভাব সবচেয়ে বেশি। অথচ সারাদেশে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। তারপরও সরকারের নানা উদ্যোগ পরিবেশ বিপর্যয় কোন ভাবেই রোধ করা যাচ্ছে না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নগর পরিবেশ ও নিন্ম আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা’ বিষয়ক এক সেমিনারের বক্তারা এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বেসরকারী উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বারসিক।

সেমিনারে বক্তারা বলেন, পরিবেশ বিপর্যয়ের প্রভাব থেকে নিন্ম আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় করণীয় কি হতে পারে তা বিশেষভাবে আমাদের ভাবা প্রয়োজন।

তারা বলেন, নগরীতে নিন্ম আয়ের মানুষদের জন্য নেই আবাসন ও সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এসব কারণে তাদের স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। এই ব্যাপক জনসাধারণের জন্য তাই পরিকল্পিতভাবে বসবাস ও তাদের অধিকার প্রতিষ্ঠা করা না গেলে শহরের পরিবেশ সংকট ও তাদের জনস্বাস্থের এমন নাজুক অবস্থাতেই থাকবে।

পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন- পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সোবাহান, পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফেরদৌস আহমেদ উজ্জ্বল। সমন্বয়ক হিসেবে দ্বায়িত্ব পালন করেন জাহাঙ্গীর আলম।

এতে বক্তারা বলেন, নদী-খাল-বিল ও বৈচিত্রময় বাস্তুসংস্থানের ভেতর গড়ে ওঠা এ প্রাচীন নগরী আজ সামগ্রিক বিবেচনায় ঝুঁকিপূর্ণ। ঢাকার পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ- নগরের প্রাণের স্পনদনকে গুরুত্ব না দেয়া।

তারা বলেন, ঢাকায় বসবাসকারী সব মানুষের সুস্থ্যভাবে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। যেসব নিন্ম আয়ের মানুষেরা তাদের শ্রম দিয়ে এ শহরকে সচল রেখেছে, তাদের জীবন সুন্দর রাখা একান্ত দরকার।

সেমিনারে নিন্ম আয়ের মানুষের জন্য ও পরিবেশ বাঁচানোর জন্য কিছু প্রয়োজনীয় দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হলো- ঢাকাসহ দেশের সব নগরে দরিদ্রদের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্যে সুরক্ষায় এখনি তড়িৎ পদক্ষেপ নেয়া। তাদের জন্য বিনামূল্যে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। প্রতিটি বস্তিতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা। চিকিৎসা সেবা দরিদ্র বান্ধব ও সহজলভ্য করা। বিশেষ করে সরকারি হাসপাতালে বিনামূল্যে বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ।

এছাড়া, নগরের নিন্ম আয়ের মানুষদের জন্য বিদ্যুৎ,জ্বালালী, পয়ঃনিষ্কাশন ও বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। সব বস্তিতে সরকারি উদ্যোগে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলাসহ ১২টি দাবি তুলে ধরা হয়েছে সেমিনারে।

 



আপনার মূল্যবান মতামত দিন: