ঢাকা | বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

এসিআই বাজারে এনেছে ফ্রিডম ইনটিমেট ওয়াশ ও হেয়ার রিমুভাল

Akbar | প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৬:৫৪

Akbar
প্রকাশিত: ৪ এপ্রিল ২০১৯ ১৬:৫৪

ঢাকা: সম্প্রতি এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এসিআই বাজারে নিয়ে এসেছে ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশ এবং ফ্রিডম হেয়ার রিমুভাল ক্রিম।

জানা গেছে, বাংলাদেশের বেশীর ভাগ নারীই তাদের ইনটিমেট এরিয়া জনিত নানা সমস্যায় ভোগেন। যার কারণ সঠিক পরিচর্যার অভাব এবং ক্ষার জাতীয় সাবান এর ব্যবহার। এসিআই এর ফ্রিডম এন্টিব্যাকটেরিয়াল ইনটিমেট ওয়াশে রয়েছে pH 3.5 ব্যালেন্স, যা ইনটিমেট এরিয়ার হাইজিন মেইনটেইন করে। এর ন্যাচারাল লিকুইড থাইম দুর্গন্ধ, চুলকানি ও অন্যান্য জীবাণু বিনাশ করে, ইনটিমেট এরিয়াকে রাখে সুস্থ।

ফ্রিডম হেয়ার রিমুভাল ক্রিম দেহের অবাঞ্চিত লোম খুব সহজে ও কার্যকারভাবে মাত্র ৫ মিনিটে দূর করে। এতে রয়েছে ভিটামিন-ই ও গোলাপের নির্যাস যা ত্বককে মসৃণ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য্য বজায় রেখে ব্যবহারকারীকে করে তোলে আত্নবিশ্বাসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিআই কনজুমার ব্র্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর জনাব সৈয়দ আলমগীর।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: