ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ছাদ ধসে ছাত্রীর মৃত্যু: কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Akbar | প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯ ১৯:৩৪

Akbar
প্রকাশিত: ৭ এপ্রিল ২০১৯ ১৯:৩৪

বরগুনা: বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদ ধসে ছাত্রী নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একইসঙ্গে ওই ঘটনায় আহতদের যথাযথ চিকিৎসা এবং তাদের প্রত্যেকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ১০ লাখ টাকা করে দেওয়ার আবেদন জানানো হয়েছে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব এই রিট দায়ের করেন।

উল্লেখ্য, গত শনিবার (৬ এপ্রিল) বরগুনার তালতলীতে সরকারি স্কুল ভবনের ছাদের বিম ধসে পড়ে। এতে মানসুরা নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ৯ জন। তালতলী উপজেলার পাঁচ নম্বর ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: