ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
ডা. সামন্তলাল সেন বলেন মাদ্রাসাছাত্রীর বিষয়ে আরও তথ্য চেয়েছে সিঙ্গাপুরের হাসপাতাল

অগ্নিদগ্ধ মাদ্রাসার ছাত্রীর বাচার অধিকার নিশ্চিত করতে সর্বচ্চো চিকিৎসা প্রয়োজনে সিংগাপুর নেওয়ার নির্দেশ শেখ হাসিনার

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯ ০০:৪৫

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯ ০০:৪৫

 

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালসিঙ্গাপুর জেনারেল হাসপাতাল

 

অগ্নিদগ্ধ মাদ্রাসার ছাত্রীর ব্যাপারে পাঠানো চিঠির উত্তরে আরও তথ্য চেয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার (৮ এপ্রিল) রাতে  এই কথা জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন।

তিনি বলেন, আমরা মাদ্রাসাছাত্রীকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যাপারে যে চিঠি দিয়েছি সেটার উত্তর এসেছে। ওরা আরও কিছু কাগজপত্র চেয়েছে তারা। সেগুলো আমরা দিয়েছি এবং কালকে হয়তো সকালে ওরা ভিডিও কনফারেন্স করবে।

এর আগে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. সামন্তলাল সেনকে ফোন করে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ মাদ্রাসাছাত্রীর ব্যাপারে খোঁজখবর নেন এবং তাকে প্রয়োজনে সিঙ্গাপুরের হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। তার নির্দেশনার পরিপ্রেক্ষিতেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন ডা. সামন্তলাল সেন।

প্রসঙ্গত, গত শনিবার (৬ এপ্রিল) সকাল ৯টার দিকে আলিম (এইচএসসি) পর্যায়ের আরবি প্রথম পত্র পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে যান ওই ছাত্রী। এরপর কৌশলে তাকে পাশের ভবনের ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে ৪/৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ওই ছাত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে ওই ছাত্রীকে উদ্ধার করে তার স্বজনরা প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ফেনী সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: