odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

সম্মাননা পেলেন আমার সংবাদের আব্দুল্লাহ আল মাসুদ

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ April ২০১৯ ১৪:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ April ২০১৯ ১৪:১২

মোহাম্মদ রোমান হাওলাদার, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন দৈনিক আমার সংবাদ পত্রিকা ও কে টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাসুদ। বাংলাদেশ সংস্কৃতি পরিষদ (বাসপ) বিভিন্ন পেশার ১৪ জন গুনিজন ও সাংবাদিককে এ সম্মাননা প্রদান করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর তোপখানা রোডস্থ শিশু কল্যাণ মিলনায়তনে ১৪২৬ বাংলা নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাসপ পুরস্কার ২০১৯ সম্মাননা প্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন গীতিকার ও চিত্রপরিচালক গাজী মাজহারুল আনোয়ার।

বাসপের চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা এম সানোয়ার হোসেন, মো. ওবায়দুল হক, বীর মুক্তিযোদ্ধা মূর্তুজা আলী চৌধুরী, কেটিভি বাংলার চেয়ারম্যান মামুনুর হাসান টিপু, এ্যাডভোকেট গোলাম কিবরিয়া, সাংবাদিক নূরুল ইসলাম, আমিনুল ইসলাম টুববুস, কবি শাহীন রেজা, চিত্রপরিচালক শাহ্ আলম মন্ডল, কবি শান্তনা মিঠু প্রমুখ।

সিরাজদিখান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সম্মননা ক্রেস্ট পাওয়ায় সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবির মানুষ তাকে অভিনন্দন বার্তা জানায়।

 



আপনার মূল্যবান মতামত দিন: