
বিনোদন, ০২ মে (অধিকারপত্র): চোখ মেরে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন মালয়ালাম অভিনেত্রী প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। গত বছর তাঁর চোখের আগুনে পতঙ্গের মতো ঝাঁপ দিয়েছিল পুরো ভারত। ১৯ বছরের এই তরুণীর প্রথম বলিউড ছবি ‘শ্রীদেবী বাংলো’ এখনো মুক্তি পায়নি, অথচ এরই মধ্যে দ্বিতীয় সিনেমার চুক্তি সেরে ফেলেছেন।
সংবাদমাধ্যম মুম্বাই মিররকে ইশারাকন্যা প্রিয়া প্রকাশ বলেছেন, মৈনাক প্রকাশ শ্রীবাস্তবের একটি সাইবার ক্রাইম থ্রিলারে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি, যার নাম ‘লাভ হ্যাকার’ রাখা হয়েছে। প্রতিবেদন জানাচ্ছে, ভারতের লক্ষ্ণৌ, মুম্বাই, দিল্লি ও গুরুগ্রামসহ বেশ কয়েকটি লোকেশনে এই ছবির শুটিং হবে। আগামী মাসের (মে) শেষের দিকে শুটিং শুরু হবে।
ওই ট্যাবলয়েডকে প্রিয়া প্রকাশ বলেছেন, একটি সত্য ঘটনা অবলম্বনে ‘লাভ হ্যাকার’ নির্মিত হচ্ছে। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি।
‘লাভ হ্যাকার’ ছবিতে প্রিয়া প্রকাশকে নেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পরিচালক। ওই প্রকাশনাকে তিনি বলেছেন, ‘আজকাল অনলাইন নিরাপত্তাহীনতা সমাজকে জটিল করে তুলেছে। ভারতের অসংখ্য সামাজিক মাধ্যম ব্যবহারকারী আজ দোদুল্যমান অবস্থায়, তাঁদের বেশিরভাগই নানা ধাঁচের সাইবার অপরাধ সম্পর্কে জ্ঞাত নন। সিনেমায় আমরা সেই দিকটিই তুলে ধরব।’
চোখ মেরে রাতারাতি অন্তর্জাল তারকা হয়ে গিয়েছিলেন প্রিয়া প্রকাশ। তাঁর চোখের জাদু সম্পর্কে জিজ্ঞেস করা হলে এই অভিনেত্রী বলেন, ‘ওটি স্বতঃস্ফূর্তভাবেই হয়েছিল, শুটিংয়ের সময় আমাদের মাথায়ই ছিল না। কেউই ভাবতে পারেনি যে এত অল্প সময়ের মধ্যে সেটি পুরো পৃথিবীর মনোযোগ কেড়ে নেবে। এটি ঝাঁকুনির চেয়েও বেশিকিছু ছিল। এর সঙ্গে মানিয়ে নিতে আমার পরিবারের লোকজনের সময় লেগেছিল।’
২০১৮ সালে মালয়ালাম চলচ্চিত্র ‘ওরু আদার লাভ’-এর ‘মানিক্য মালারায়া পুভি’ গানের টিজারে চোখের ইশারা দিয়ে বিখ্যাত হয়েছিলেন প্রিয়া। সেই দৃশ্যটি ছড়িয়ে পড়েছিল পুরো ভারতে। বহুল প্রতীক্ষিত সেই সিনেমাটি মুক্তি পায় এ বছরের ১৪ ফেব্রুয়ারি। কিন্তু বক্স অফিসে সুপারফ্লপ হয়। সূত্র : বলিউড বাবল
আপনার মূল্যবান মতামত দিন: