
ক্রীড়া, ১৩ মে (অধিকারপত্র): প্রতিবেদক: চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের হারের ক্ষত ভুলে মাঠে নেমেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ঘরের মাঠে জয়েও ফিরেছে তারা।
রোববার রাতে গেতাফেকে ২-০ ব্যবধানে হারিয়েছে কাতালানরা। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। ৩৭ ম্যাচে ২৬ জয় নিয়ে পয়েন্ট তালিকা শীর্ষে তারা। ৮৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিগ চ্যাম্পিয়নরা। ৮ ড্রয়ের বিপরীতে মাত্র ৩টিতে হেরেছে বার্সেলোনা।
গেতাফেকে হারাতে কোনো বেগ পেতে হয়নি বার্সেলোনাকে। শুরুতে অবশ্য গোল হজম করতে বসেছিল। কিন্তু ভাগ্যের সহায়তায় বেঁচে যায় তারা। ২৭তম মিনিটে গেতাফে গোল করলেও অফসাইডে তা বাতিল হয়। ৩৯তম মিনিটে লিড নেয় বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে ডি বক্সের ভেতরে ফাঁকা জায়গায় বল পেয়ে গোল করেন আর্তোয়া ভিদাল।
১-০ লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়িয়ে দিয়েছিল কাতালানরা। কিন্তু ফরোয়ার্ডরা কেউই লক্ষ্যভেদ করতে পারেননি। একাধিক গোল মিসে চড়া হাসি হাসা হচ্ছিল না স্বাগতিকদের। ম্যাচের শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে লিড বাড়ে কাতালানদের। গেতাফের ডিফেন্ডার জেন দাকোনামের পা ছুঁয়ে বল যায় নিজেদের জালে। তাতেই বার্সেলোনার সহজ জয় নিশ্চিত হয়।
এরই মধ্যে প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কিন্তু শেষ লড়াইয়ে যেতে পারেনি। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। কিন্তু ফিরতি লিগে লিভারপুল তাদের শোধ দেয় ৪ গোল। তাতেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার স্বপ্ন শেষ লিওনেল মেসির দলের।
আপনার মূল্যবান মতামত দিন: