odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 15th December 2025, ১৫th December ২০২৫

'দেশে সবাই সম্মানের সঙ্গে স্বাধীনভাবে নিজ ধর্ম পালন করবে'

Akbar | প্রকাশিত: ২০ May ২০১৯ ১৭:৫১

Akbar
প্রকাশিত: ২০ May ২০১৯ ১৭:৫১

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এ দেশে বসবাসকারী সবাই সম্মানের সঙ্গে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই তার সরকারের চাওয়া।' সোমবার গণভবনে বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় দেশে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে, সম্মানের সঙ্গে এবং স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরেন।


তিনি বলেন, 'সব ধর্মই শান্তির কথা বলে। এটাই বিশ্বাস করি যে, ধর্ম যার যার, উৎসব সবার এবং এভাবেই বাংলাদেশে উৎসবগুলো পালন করা হয়। যে ধর্মের উৎসবই হোক, সবাই মিলেই কিন্তু সেটা উদযাপন করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি কখনোই গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। সহনশীলতা ও এই ভাতৃত্ববোধ সবার মধ্যে থাকুক। যেকোনো সম্প্রদায় যেন নিজেদের অবহেলিত মনে না করে।'

সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি বলেন, 'সন্ত্রাস-জঙ্গিবাদ এগুলো এখন সারা বিশ্বে সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আসলে জঙ্গি জঙ্গিই, তাদের কোনো ধর্ম নাই, দেশ নাই, সমাজ নাই। তারা জঙ্গিই এটাই হল বাস্তবতা। সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত রেখে আমরা অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে চাই। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা, ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সকল মানুষেরই জীবনমান উন্নত হোক সেটাই আমরা চাই।'

এ সময় উন্নত-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একই সঙ্গে দেশকে সম্পূর্ণরূপে দারিদ্র্যমুক্ত করতে তার সরকার কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: