
মুন্সিগঞ্জের সদর থানার রিকাবি বাজারে, মিরাপারার নিজামুদ্দিনের ছেলে জহিরুদ্দিন তৃসনার্থ হয়ে আছে মায়ের চোখের জল এর জন্য।
আমরা বাঙগালী, বাংলাদেশি জাতিয়তাবাদে আমাাদের গর্ব। পরোপকার, মানবিকতা আমাাদের ঐশ্বর্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অপরের উপকার আমাাদের সল্পতার সর্বচ্চো দিয়ে সহায়তাকে বিশব্ব বিবেক কে আন্দোলিত করেছে। আমি আশ্চর্য বোধ করি, বিক্রমপুর বলে গর্বিত আমি মুন্সিগঞ্জের একটি তরতাজা তরুন টাকা উপার্জন করতে গিয়ে হলো পংগু , দেশে ফিরবে কবে সরকারের আপ্রাণ চেষ্টা থাকা সত্যেও প্রবাসী দের অসচেতন তা,কিছু দালাল শ্রেণি বাটাদের দৌরাত্ম্যর কারনে প্রবাসীরা কিছুটা ভোগান্তির
মধ্যে পরতে হয় বলে জানালেন, জনসংযোগ কর্মকতা জনাব হেদায়েত মনডল, জহিরুদ্দিন এর সমপর্কে জানতে চাইলে তিনি জানান, অতিশীঘ্র ই জহিরুদ্দিন কে দেশে পাঠানো হবে, ওর হাসপাতালে ২০ লক্ষ টাকার মতো বিল,
বীমাপত্রর মাধ্যেমে পরিশোধ করা হয়েছে, বাংলদেশে ওকে পাঠানো পর ও যাতে জিয়াউদদিনের সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত ব্যায়ভার চিকিৎসা চলে এজন্য প্রবাসি বাংলাদেশিরা কিছুটা ব্যাবসস্থা করবে বলে জানান মালয়শিয়াস্থ বাংলাদেশি দুতাবাসে শ্রম ও জনশক্তি পরিচালক হেদায়েত মনডল তিনি বলেন প্রবাসী বাংলাদেশিরা সকলে মিলে সবসময় যাতে প্রবাসে যেকোন সমস্যার সরকারের পাশাপাশি জনগণ এর সম্পৃক্ততা হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তরুণ স্মার্ট এই অফিসার।...
অনেকেই আছেন কোটি টাকার জন্যে ও কষ্ট করবেন না এক রাএ,আর আমার বিক্রমপুরের একজনই যদি মনে করে তা সম্ভব একজনের ই পক্ষে, তারপরও আমি এই প্রথম নিজের একাউন্ট নং দিচ্ছি কারন আমি নিজেই যাবো তাকে বাংলাদেশে আনতে, যানিনা কত লাগবে ওর বন্ধু শ্রীনগর বারী থাকে ওর সংগে ইনসুরেনস এর মাধ্যেমে ২০ লাখ টাকা এর আগে হাসপাতালে বিল দিয়েছে। এখন যেয়ে দেখবো আল্লাহ ভরসা যা লাগবে, ইনশাআল্লাহ্ ১২ তারিখের মধ্যেই তাকে নিয়ে আসবো দেশে। মাাাালয়েশিয়া ডা. কনভার্সন যে নাকি জহিরুদ্দিন এর চিকিৎসা করার দায়িত্ব।
আপনার মূল্যবান মতামত দিন: