

সানি লিওনের একটি ভুলের কারণে সমস্যার সম্মুখীন হয়েছেন দিল্লির এক বাসিন্দা। বেশ কয়েক দিন পর অবশেষে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী সানি লিওন।
সম্প্রতি ‘অর্জুন পাতিয়ালা’ নামের একটি ছবি মুক্তি পেয়েছে। সেখানে আইটেম গানে নেচেছেন সানি। গানের শেষ দৃশ্যে দেখা যায় নায়ক দিলজিতকে নিজের ফোন নম্বর দেন সানি। আর কাকতালীয়ভাবে নম্বরটি মিলে গেছে পুনীত আগারওয়ালের নম্বরের সঙ্গে। আর তাতেই বিপত্তি হয়। একের পর এক ফোন আসতে থাকে পুনীতের কাছে। সবাই সানি লিওনকে চাইছিলেন। অনেকেই আপত্তিকর প্রস্তাবও দিতে থাকেন।
গেল ২৬ জুলাই পুনীতের কাছে প্রথম ফোনটি আসে। শুরুতে তিনি ভেবেছিলেন, কেউ হয়তো ঠাট্টা করছে। পরবর্তীতে আসল ঘটনা কি তা বুঝতে পারেন পুনীত।
অবশেষে বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্তার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরিও করেছেন পুনীত। এই প্রসঙ্গে সানিকে প্রশ্ন করা হলে তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি।
আপনার মূল্যবান মতামত দিন: