
ডেঙ্গু ও কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে "ঢাকাইয়া ঐক্য"
ছবি ও রিপোর্টঃ হাসান শাফিউল মুজনাবীন
আজ ০৯/০৮/১৯ রোজ শুক্রবার ফেসবুক ভিত্তিক গ্রুপ "ঢাকাইয়া ঐক্য" ডেঙ্গু ও কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক স্ট্রিকার লাগানো এবং রিকশা ও ভ্যানচালকদের রোদ ও বৃষ্টি থেকে বাঁচতে ক্যাপছাতা বিতরণ করে লালবাগ শহীদ আলীম খেলার মাঠের (আজাদ অফিস বালু মাঠ) সামনে থেকে। উক্ত কার্যক্রমে গ্রুপের কার্যনিবার্হী পরিষদের সদস্যসহ স্থানীয় ওয়ার্ড কমিশনার হাসিবুর রহমান মানিক এবং এলাকাবাসীরা অংশ নেয়। এই গ্রুপটি ঢাকাইয়াদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে থাকে, সামনে আরও ভাল ভাল উদ্যোগ গ্রহণ করবে বলে কার্যনিবার্হী সদস্যদের বক্তব্যে প্রকাশ পায়। আয়োজনে মধ্যাহ্নভোজও ছিল। এর আগে "ঢাকাইয়া ঐক্য" এর সাপ্তাহিক আয়োজন হিসেবে জুম্মার নামাজ ঢাকাইয়া ঐক্যের কার্যনিবার্হী সদস্য ও এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তি সম্মিলিতভাবে গোড়-এ-শহীদ মাজার এর সামনে অবস্থিত লালবাগ চাঁনতারা জামে মসজিদে আদায় করে। নামাজ শেষে প্রতি সপ্তাহের ন্যায় সবাইকে মিষ্টিমুখ করানো হয় এই গ্রুপের পক্ষ হতে।
আপনার মূল্যবান মতামত দিন: