ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২
কারন তার বিপরীতে আছে গুনি শিল্পী

এবারের ঈদ তিতান চৌধুরীর অভিনয় জীবনের সেরা ঈদ।

odhikar patra | প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ০৪:০৫

odhikar patra
প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ০৪:০৫

তিতান চৌধুরী, সময়ের একজন উদিয়মান অভিনেত্রী। সংখ্যায় নয়, মানে বিশ্বাসী এই অভিনেত্রী সবর্দাই একটু বেছে কাজ করেন। মানসম্মত স্ক্রিপ্ট পেলে ছোট চরিত্র হলেও কাজ করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের ৮ নাটকে তিনি অভিনয় করেছেন। ইতোমধ্যে সবগুলো নাটকের কাজ শেষ হয়েছে। নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে এবং পরবর্তীতে ইউটিউবেও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সময়ের জনপ্রিয় ৪ নাট্য পরিচালকের নির্মিত এই নাটকগুলো হলো- ‘স্বর্ণলতা’, ‘সেই রকম কফিখোর’, ‘আইডি লক’, ‘বউ বড় না মা বড়’, ‘স্ক্রিন সট’, ‘হ্যাশ ট্যাগ মি টু’, ‘সেনোরিটা’ এবং ‘ফ্রাই ডে লাভ’।
অভিনেত্রী ও নাট্যকার বিপাশা হায়াতের রচনায় গুণী চলচ্চিত্র নির্মাতা ও নাট্য পরিচালক তৌকীর আহমেদের পরিচালিত ‘স্বর্ণলতা’ অভিনয় করেছেন তিতান। পরিচালনার পাশাপাশি নাটকটিতে অভিনয়ও করেছেন তৌকীর আহমেদ। তার বিপরীতে আছেন জাকিয়া বারী মম।

নাটকটি প্রসঙ্গে প্রসঙ্গে তিতান বলেন, ‘এবারের ঈদ আমার অভিনয় জীবনের সেরা ঈদ। কারণ আমি এবার বেশ কয়েকজন গুণী নির্মাতার নির্দেশনায় কাজ করতে পেরেছি। বিশেষত তৌকীর ভাইয়ের নির্দেশনায় কাজ করেছি। তার মতো মেধাবী নির্মাতার নাটকে কাজ করতে পারাটা অভিনেত্রী হিসেবে আমার স্বপ্নের লক্ষ্যে পৌঁছার আরও একটি ধাপ অতিক্রম করা। আমি কৃতজ্ঞ তৌকীর ভাইয়ার কাছে। ‘

জনপ্রিয় নাট্য নির্মাতা শামীম জামানের তিনটি নাটকে তিতান অভিনয় করেছেন। ‘সেই রকম কফিখোর’, ‘আইডি লক’ ও ‘বউ বড় না মা বড়’। নাটকগুলো ঈদের দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন এটিএন বাংলায় রাত আটটায় প্রচারিত হবে।

নির্মাতা ইমরাউল রাফাতের ২টি নাটকে অভিনয় করেছেন তিতান। ‘হ্যাশ ট্যাগ মি টু’ ও ‘স্ক্রিন সট’। ‘হ্যাশ ট্যাগ মি টু’ নাটকে মেহজাবিন চৌধুরী, তামিম মৃধাসহ আরও অনেকে অভিনয় করেছেন। নাটকটি ঈদের ৩য় দিন আরটিভিতে বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে। ‘স্ক্রিন সট’-এ অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর।

তপু খানেরও ২টি নাটকে অভিনয় করেছেন তিনি। ‘সেনোরিটা’ নাটকে ছিলেন তাহসান খান ও তানজিন তিশা। ‘ফ্রাই ডে লাভ’-এ ছিলেন তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা।

নির্মাতা শামীম জামান, ইমরাউল রাফাত ও তপু খানের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে তিতান বলেন, তারা তাদের ভালো ভালো গল্পের নাটকে আমাকে চমৎকার চরিত্রে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

এবারের ঈদের তার অভিনীত সবগুলো নাটকই দর্শকদের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেন এই অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন: