
ঈদে কয়েকটি নাটক নিয়ে দর্শক ভক্তদের সামনে আসছেন জনপ্রিয় মডেল, টিভি ও চিত্রনায়িকা রোমানা স্বর্ণা। তার অভিনীত নাটকগুলোর মধ্যে একটির নাম ” না বলা ভালোবাসা”।
রোমানা স্বর্ণা জানান, আকাশ রঞ্জনের রচনায় রবিউল প্রধান পরিচালিত এই নাটকটি প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন চ্যানেল নাইন এ রাত আটটায়। এই নাটকে তার বিপরীতে নায়ক চরিত্রে অভিনয় করেছেন জোভান। স্বর্ণা জানান, কিছুটা অসম প্রেমের গল্প নিয়ে “না বলা ভালোবাসা” নাটকের কাহিনী গড়ে উঠেছে। নাটকটি নিয়ে তিনি বলেন, দারুন একটি রোম্যান্টিক গল্পের নাটক এটি। সব শ্রেণীর দর্শকদের নাটকটি ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।
রোমানা স্বর্ণা আরও জানান, “না বলা ভালোবাসা” নাটকটির শুটিং তিনি সম্প্রতি করেছেন। এছাড়া আগে অভিনীত তার ২/৩ টি নাটক অন্য চ্যানেলে প্রচার হবে বলে জানান। সুন্দরী এই গ্ল্যামার গার্ল জানান, গেলো ঈদেও তার বেশ কিছু নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন বলে এবারের ঈদের নাটকে তার কম অভিনয় করা হয়েছে
আপনার মূল্যবান মতামত দিন: