ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মা হলেন আট নারী এবার হজে গিয়ে

odhikar patra | প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯ ০০:০৮

odhikar patra
প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯ ০০:০৮

 

 এবার হজে গিয়ে মা হলেন আট নারী

এ বার হজ করতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন আট নারী। এবারই সর্বাধিক সন্তান জন্মের ঘটনা ঘটেছে হজের সময়। এর মধ্যে হজের দ্বিতীয় দিন আরাফাতের ময়দানে দুই শিশুর জন্ম হয়। নারী হাজিদের তত্ত্বাবধানে এই দুই শিশুর জন্ম হয়।

আরব নিউজ জানায়, মক্কার মা ও শিশু হাসপাতালে পাঁচটি শিশু, আরাফাতে দুইটি এবং মিনায় একটি শিশু জন্মগ্রহণ করা খবর নিশ্চিত করে স্থানীয় কর্তৃপক্ষ।

মায়মুনা আলী নামে ২৩ বছরের এক নারী ইস্ট আরাফাত হাসপাতালে সন্তান জন্ম দেন। তিনি এবং তার স্বামী আরাফাতের ময়দানে হজের আনুষ্ঠানিকতা পালনের সময় তার প্রসব বেদনা উঠে। তারা নবজাতক পুত্রের নাম রাখেন মোহাম্মদ সালমান। সৌদি বাদশাহর সম্মানে শিশুর এ নাম রাখেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন: