odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

বলিউড অভিনেত্রী সানি লিওনকে বাংলাদেশি সিনেমায় দেখা যাবে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ August ২০১৯ ০১:১৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ August ২০১৯ ০১:১৭

বাংলাদেশি সিনেমায় দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনকে। ‘বিক্ষোভ’ নামের একটি চলচ্চিত্রের আইটেম গানে নাচবেন তিনি। আজ সোমবার বিকেলে ভারতের মুম্বাইতেই এই আইটেম গানে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সানি লিওন।

মুম্বাই থেকে এ খবর নিশ্চিত করেছেন ছবির পরিচালক শামীম আহমেদ রনি। ছবির প্রযোজক সেলিম খানসহ মুম্বাইতে অবস্থান করছেন এই পরিচালক।

আজ সোমবার বিকেলে মুম্বাই থেকে মুঠোফোনে রনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরে কাজটি নিয়ে সানি লিওনের ম্যানেজারের সঙ্গে কথা হচ্ছিল। আজ সকালে আমরা মুম্বাইতে পৌঁছে সানি লিওনের সঙ্গে মিটিং করি। আমাদের আয়োজন, পরিকল্পনা তাঁর পছন্দ হয়েছে। কাজটি করতে রাজি হয়েছেন তিনি। বিকেলে তাঁর সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।’

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশের ছবিতে প্রথম কাজ করা হবে সানি লিওনের। মুম্বাই থেকে মুঠোফোনে এই বলিউড তারকা বলেন, ‘প্রস্তাবটি পছন্দ হয়েছে। তাঁদের পরিকল্পনাও বেশ ভালো। কাজটি করছি। এবারই প্রথম বাংলাদেশি কোনো ছবিতে কাজ করব। আগেও বাংলাদেশের কয়েকটি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটা করা হয়নি।’

পরিচালক রনি জানান আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে মুম্বাইতেই সেট তৈরি করে গানটির শুটিং হবে। গানে সানি লিওনের সঙ্গে দেখা যাবে মুম্বাইয়ের রাহুল দেবকে। তিনি বলেন, ‘গানটি কীভাবে করা হবে না হবে, সে বিষয়ে নৃত্য পরিচালকসহ সানি লিওনের সঙ্গে প্রস্তুতি মিটিং করব আগামী ২৫ আগস্ট। আইটেম গানটির নৃত্য পরিচালনা করবেন ভারতের বব ও পাবন।

এর আগে ২০১৭ সালে খবর রটে, বাংলাদেশে শাকিব খানের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন সানি লিওন। ‘মামলা হামলা ঝামেলা’ নামের একটি ছবির আইটেম গানে নাচ করার কথা ছিল তাঁর। সেই ছবির প্রযোজকও ছিলেন সেলিম খান। যত টাকা লাগে সানিকে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন এই প্রযোজক। ‘মামলা হামলা ঝামেলা’ ছবিটি পরিচালনার কথা ছিল উত্তম আকাশের। শাকিব খানের নায়িকা হওয়ার কথা ছিল বিদ্যা সিনহা মিমের। ছবিতে আরও অভিনয় করার কথা ছিল ওমর সানি ও মৌসুমীর। কিন্তু ছবিটি শেষ পর্যন্ত হয়নি



আপনার মূল্যবান মতামত দিন: