
” এছাড়াও জাঁকজমক ভাবে এসব বিশেষ দিন সেলিব্রেট করা পছন্দ না দেবার। কারণ তার ভালোবাসার জায়গাটি যে দখল করে আছে পথশিশু ও বৃদ্ধাশ্রমের অহেলায় থাকা মানুষগুলো। এবার ২০ আগস্ট তার জন্মদিনটিও পালিত হয় একটু ব্যাতিক্রমভাবে। যা তার সারা জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন হিসেবে গেথে থাকবে।
সদঘাটের এক দল সুবিধাবঞ্চিত পথ শিশু হয় তার জন্মদিনের অতিথি। তার ভালোবাসার মানুষগুলোর কথা বিবেচনা করেই এই চমক দেয় তার সবচেয়ে প্রিয় বন্ধু ডা. কণা।
২০ আগস্ট মঙ্গলবার দুপুরে এক দল পথশিশুদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন করে দেবকে চমকে দেন তার বন্ধু ডা. কণা। কেক কেটে বিশেষ খাওয়া দাওয়ার মাধ্যমে দুপুরে শুরু হয় জন্ম দিনের আনুষ্ঠানিকতা। এছাড়াও অবহেলিত শিশুগুলোকে আপন করে নিয়ে ছবি তোলা, গল্প করা ও হাসি আনন্দের মধ্য দিয়ে কাটে দেবা-কণার বিশেষ দিন। তাদের ভাষায়, এমন করে নিজেদের প্রতিটি বিশেষ দিন ও উৎসব যেন কাটে সুবিধাবঞ্চিত পথশিশুদের সাথে নিয়ে।
আপনার মূল্যবান মতামত দিন: