ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সড়ক দুর্ঘটনায় বলিউড অভিনেত্রী এষা গুপ্তা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯ ০৩:৩৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯ ০৩:৩৭

এষা গুপ্তা আহত

 
 

এষা গুপ্তা

সড়ক দুর্ঘটনায় চোট পেলেন বলিউড অভিনেত্রী এষা গুপ্তা। দুর্ঘটনায় আঘাত লাগার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রাথমিক চিকিৎসার পর তিনি আপাতত ভালো আছেন বলে জানা গেছে।

গত বুধবার রাতে বাড়ি ফেরার পথে আচমকাই এষা গুপ্তার গাড়িতে এসে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। দুর্ঘটনায় আঘাত লাগে তার। দ্রুত হাসপাতালে ভর্তি হন তিনি। সেইসঙ্গে মুম্বাই পুলিশের সাহায্য চান। 

ধাক্কা দেওয়া গাড়ির ছবি টুইটারে শেয়ার করেন এষা। টুইট নজরে আসার পরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। ফলে মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানিয়ে একটি ফিরতি টুইটও করেন এষা গুপ্তা।

এদিকে সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে হাঁটতে দেখা যায় এষা গুপ্তাকে। ডিজাইনার পল্লবী মোহনের পোশাক পরে ল্যাকমে ফ্যাশন উইকের র‌্যাম্পে হাজির হন তিনি। 

এ ছাড়া মাস দুয়েক আগে এষা অভিনীত চলচ্চিত্র 'ওয়ান ডে: জাস্টিস ডেলিভারড' মুক্তি পেয়েছে। এতে পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সমকাল 



আপনার মূল্যবান মতামত দিন: