ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

শিখ সমাজসেবী সংগঠ অসহায় ৩২ জন কাশ্মীরি মেয়েকে বাড়ি পৌঁছে দিল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯ ০৪:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯ ০৪:৫৮

 

জম্মু–কাশ্মীর থেকে ৩৭০ ধারা লোপের পর অনেকেই ঘরে ফিরতে পারছেন না। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনেকে আবার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই অবস্থায় ৩২ জন কাশ্মীরি মেয়েকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দিল এক শিখ সমাজসেবী সংগঠন।

জানা গেছে কাশ্মীরি মেয়েরা পুণেতে নার্সিংয়ের ট্রেনিং নিতে এসেছিল। কিন্তু ট্রেনিং শেষে বাড়ি ফেরার সময় তাঁরা সমস্যায় পড়েন। এই পরিস্থিতিতে তাঁদের সাহায্য করতে এগিয়ে আসে একটি শিখ সমাজসেবী সংগঠন। পুণেতে এই সংগঠনের প্রধান আলুওয়ালিয়া। সংস্থার নাম ইউনাইটেড শিখ মিশন।

একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কাশ্মীরি মেয়েরা কৃতজ্ঞতা জানাচ্ছেন আলুওয়ালিয়াকে। কাশ্মীরি মেয়েদের বাড়ি ফেরার জন্য তিনি বিমানের টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন।

আলুওয়ালিয়া সোশ্যাল সাইটে লিখেছেন, ‘‌মেয়েরা বাড়ি ফেরার জন্য আমার সাহায্য চেয়েছিল। প্রত্যেকেই খুব ভয় পেয়ে গিয়েছিল। সোশ্যাল সাইটের মাধ্যমে আমরা টাকা জোগাড় করি। তারপর মেয়েদের বাড়ি ফেরার জন্য বিমানের টিকিট কাটা হয়। এরপর পুণে থেকে মুম্বই হয়ে মেয়েদের নিয়ে শ্রীনগর চলে যাই। সেখানে গিয়ে সেনার সাহায্য নিয়ে মেয়েদের তাঁদের পরিবারের হাতে তুলে দিই।’‌



আপনার মূল্যবান মতামত দিন: