ঢাকা | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

অষ্টম শ্রেনীর ছাত্রের মৃত্যু ভবনের ছাদ থেকে পড়ে

odhikar patra | প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৯

odhikar patra
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১৯

 

মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ভবনের ছাদ থেকে পড়ে আসিফ মুন্সী (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্র। মোল্লাকান্দি গ্রামের জামাল মুন্সীর ছেলে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আশরাফ ও ওয়ার্ড সদস্য আবুল হোসেন জানান, অষ্টম শ্রেনীর ছাত্র আসিফ বিদ্যালয়ের হাজিরা খাতায় অনুপস্থিত ছিল। সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের পার্শ্ববর্তী একতলা ভবনের ছাদে গেলে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তারের সঙ্গে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ছাদ থেকে নীচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১২ টার দিকে সেখানকার কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।

ওসি মো.ফরিদ উদ্দিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট এক ছাত্রের মৃত্যুর খবর আমাকে একজন ফোনে জানিয়েছে আমি আমার অফিসার ঘটনাস্থলে পাঠিয়েছি ।



আপনার মূল্যবান মতামত দিন: