odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 16th December 2025, ১৬th December ২০২৫

গ্রেফতারি পরোয়ানা মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১০ October ২০১৯ ২০:১৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১০ October ২০১৯ ২০:১৩

 

ড. মুহম্মদ ইউনুসড. মুহম্মদ ইউনুস

বাংলাদেশের একটি আদালত বুধবার নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

গ্রামীণ কমিউনিকেশনস নামের প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরীচ্যুত করার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম।

মুহাম্মদ ইউনুস গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান।

তৃতীয় শ্রম আদালতের একজন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, এ বছরের জুলাই মাসে দায়ের করা মামলা তিনটিতে ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল।

সমনের জবাব দিতে বুধবার আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।

তিনটি মামলাতেই ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা এবং উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে আসামি করা হয়েছে।

ড. মুহাম্মদ ইউনুস এই মূহুর্তে দেশের বাইরে রয়েছেন।

২০০৬ সালে শান্তিতে নোবেল পান মি. ইউনুস।

অবসর গ্রহণের সময়সীমা নিয়ে এক বিতর্কের পর ২০১১ সালে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ড. মুহম্মদ ইউনুসকে অপসারণ করা হয়।

BBC 



আপনার মূল্যবান মতামত দিন: