-2019-10-13-00-17-25.jpeg)
সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে আটক করা হয়েছে বিএনপির সহসভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে (বীরবিক্রম)। শনিবার (১২ অক্টোবর) রাতে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।
রিজভী জানান, কালকেও উনার সাথে ফোনে কথা হয়েছে, উনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন। আগামীকালের বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ার জন্য উনি দেশে ফিরেছেন। সকালে উনার বরিশাল যাওয়ার কথা, সেভাবে বিমানের টিকেটও কেনা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন তিনি।
তার বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত মেজর হাফিজকে আটকের বিষয়টি নিশ্চিত করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
আপনার মূল্যবান মতামত দিন: