
এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ব্যাংকের গুলশান পরিচালনা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। সভায় ২০১৮ সালের জন্য ১১ শতাংশ স্টক ডিভিডেন্ট ঘোষণা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম এমপি, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডাররা।
এছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ, উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা ও মো. মুখতার হোসেনসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: