
ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগরের উত্তরের সভাপতি ইসহাক মিয়া এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনিসুর রহমান নায়িম।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি পদে কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক পদে তারেক সাইদ নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে সংগঠনটির ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আফজালুর রহমান বাবু।
এর আগে সকাল বেলা ১১টায় স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিকী তৃতীয় জাতীয় সম্মেলন শান্তির প্রতীক পায়রা এবং বেলুন উড়িয়ে উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: