odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

তিন দিনের রিমান্ডে দৈনিক সংগ্রাম সম্পাদক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ December ২০১৯ ০৫:৫৩

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ December ২০১৯ ০৫:৫৩

 

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০১৯: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
হাতিরঝিল থানার তদন্ত কর্মকর্তা আজ শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।
জানাগেছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় ৩৬ নম্বর ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আফজাল শুক্রবার বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদকসহ ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।
গত ১২ ডিসেম্বর দৈনিক সংগ্রামে কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে ওই সংবাদটি প্রকাশিত হয়। এর প্রতিবাদে শুক্রবার ১৩ ডিসেম্বর সন্ধ্যায় পত্রিকা অফিসে ভাঙচুর চালায় একদল বিক্ষুদ্ধ জনতা। এরপর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা।
খবর পেয়ে সংগ্রাম কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ



আপনার মূল্যবান মতামত দিন: