odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 17th November 2025, ১৭th November ২০২৫

দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১২ February ২০২০ ০৪:০৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১২ February ২০২০ ০৪:০৪

 

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২০  : রাজশাহী, গোপালগঞ্জ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
পরবর্তী ৭২ ঘন্টায় সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৪ মিনিটে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ২৯ দশমিক ৩ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৭ তেঁতুলিয়ায়।



আপনার মূল্যবান মতামত দিন: