odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

চীনে করোনাভাইরাসে আরো ২২ জনের মৃত্যু, ১ দিনের মৃতের সংখ্যা সর্বনিম্ন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৯ March ২০২০ ১৯:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৯ March ২০২০ ১৯:০০

বেইজিং, ৯ মার্চ, ২০২০ : চীনে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নতুন আরো ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার ১১৯ জন। তবে গত জানুয়ারি মাসে এ ভাইরাসে প্রতিদিনের নতুন মৃতের সংখ্যা গণনা শুরুর পর থেকে এ পর্যন্ত এ মৃতের সংখ্যা সর্বনিম্ন।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়। খবর এএফপি’র।
কমিশন আরো জানায়, দেশব্যাপী নতুন আরো ৪০ জন আক্রান্ত হয়েছে। এদের অধিকাংশ হুবেই প্রদেশের। চীনের মধ্যাঞ্চলীয় এ প্রদেশেই প্রথম এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং মারাত্মকভাবে ছড়িয়ে পড়ে।
এ পর্যন্ত চীনের মূল ভূখন্ডে ৮০ হাজার ৭শ’ জনের বেশি লোক করোনায়ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিগত কয়েক সপ্তাহ ধরে হুবেই প্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা কমে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: