odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পাপিয়া দম্পত্তি আবারো ১৫ দিনের রিমান্ডে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ March ২০২০ ২৩:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ March ২০২০ ২৩:৫৮

 

ঢাকা, ১১ মর্চ, ২০২০ : জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আবারো ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
বুধবার ঢাকা মহানগর হাকিম তাদের এই রিমান্ড মঞ্জুর করেন।
আজ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা, শেরে বাংলা নগর থানার অস্ত্র ও মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে ৩০ দিনের রিমান্ডের আবেদন করা হয়।
এর আগেও পৃথক ৩ মামলায় তাদের ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ডে নেয়া হয়।
২৪ ফেব্রুয়ারি বিমানবন্দর থানার জাল টাকা উদ্ধারের মামলায় ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান পাঁচ দিন, শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদক আইনে দায়ের করা মামলায় ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীম পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশে যাবার প্রক্কালে পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।
অন্যরা হলেন-পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন (৩৮), তাদের সহযোগি সাব্বির খন্দকার (২৯) ও শেখ তায়্যিবা (২২)।



আপনার মূল্যবান মতামত দিন: