odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 21st January 2026, ২১st January ২০২৬

কুষ্টিয়ায় শিশু হত্যার দায়ে চাচীর যাবজ্জীবন কারাদন্ড

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ March ২০২০ ০২:২১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ March ২০২০ ০২:২১

 

কুষ্টিয়ায়, ১৫ মার্চ ২০২০  : কুষ্টিয়ায় শিশু হত্যা মামলার রায়ে শাপলা রাণী নামে শিশুর চাচীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
আজ রোবরার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীর আদালত আসামীর উপস্থিতিতে এই রায় দেন।
দন্ড প্রাপ্ত হলেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের বিশু কুমার দাসের স্ত্রী শাপলা রানী দাস (২২)।
আদালতের প্রসিকিউশন সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২২ জানুয়ারী দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলামপুর দাসপাড়া গ্রামের মানিক কুমার দাসের ৩ মাস বয়সী শিশু মুক্তা রানী দাসকে ঘরের বারান্দায় শোয়া অবস্থায় থেকে নিঁখোজ হয়। ঘটনার দিন রাত পৌনে ৮টার দিকে বাড়ীর কাছে টিউবওয়েলের পাশ থেকে মৃত: শিশুকে খুঁজে পান পরিবারের লোকজন। এ ঘটনায় নিহত শিশুর দাদা সুনীল কুমার দাস বাদী হয়ে ২৩ জানুয়ারী অজ্ঞাত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অপহরণ পূর্বক হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন: