odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭, আক্রান্ত ৩,৩৭৪

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৬ April ২০২০ ০১:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৬ April ২০২০ ০১:২৮

 

নয়াদিল্লী, ৫ এপ্রিল, ২০২০ : ভারতে রোববার করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৩৭৪ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এ কথা জানা গেছে।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে নতুন করে দু’জনের মৃত্যুর কথা বলা হয়েছে। একজন কর্ণাটকের অন্যজন
তামিলনাড়–র।
মন্ত্রণালয়ের হিসেব মতে, করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে মহারাষ্ট্রে। সেখানে মৃতের সংখ্যা ২৪। এরপরের অবস্থান গুজরাট। সেখানে মারা গেছে ১০ জন। তেলেঙ্গানায় ৭, মধ্যপ্রদেশ ও দিল্লীতে ৬ জন করে এবং পাঞ্জাবে ৫ জন মারা গেছে।
আক্রান্তের সর্বোচ্চ সংখ্যাও মহারাষ্ট্রে। সেখানে ৪৯০ জন আক্রান্ত হয়েছে। তামিলনাড়–তে ৪৮৫ জন ও দিল্লীতে ৪৪৫ জন।
এদিকে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জেও করোনার সংক্রমণ ঘটেছে। সেখানে এ পর্যন্ত ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
সবচেয়ে কম আক্রান্তের তালিকায় রয়েছে মিজোরাম ও অরুণাচল প্রদেশ। সেখানে একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: