odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মসজিদ খোলা আছে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ April ২০২০ ০২:০০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ April ২০২০ ০২:০০

 

ঢাকা, ২৬ এপ্রিল, ২০২০ : ধর্ম প্রতিমন্ত্রী এডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।
করোনাভাইরাসের এ দুর্যোগকালীন রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মসজিদ বন্ধ না। আমরা বলেছিলাম, ওয়াক্তের নামাজে ৫ জন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। ২ জন কোরআনে হাফেজ সম্পূর্ণরুপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন: