odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

যশোর জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ

Admin 1 | প্রকাশিত: ৫ May ২০১৭ ০৮:৩৯

Admin 1
প্রকাশিত: ৫ May ২০১৭ ০৮:৩৯

যশোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল শপথ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর কার্যালয়ে এই শপথ বাক্য পাঠ করান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক এই শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং যশোরের সংসদ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যশোরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং শিক্ষার সুযোগ-সুবিধা নিয়ে জেলার জনপ্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন।



আপনার মূল্যবান মতামত দিন: