odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিরাজদিখানে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু,নতুন শনাক্ত১৮ জন।

ahsanul islam | প্রকাশিত: ১৩ June ২০২০ ০৫:১২

ahsanul islam
প্রকাশিত: ১৩ June ২০২০ ০৫:১২

সিরাজদিখানে করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু,নতুন শনাক্ত১৮ জন।

মোঃআহসানুল ইসলাম আমিন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ১২ জুন শুক্রবার মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামে শুক্রবার সন্ধ্যায় করোনা  আক্রান্ত হয়ে মারা গেছেন আনোয়ার আলী (৯০) নামে এক ব্যক্তি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে ওই ব্যক্তি মারা যান। তিনি শেখরনগর ইউনিয়নের পাউসার গ্রামের মৃত ইশাদ আলীর ছেলে।গত ৬ জুন তার নমুনা সংগ্রহ করার পর ৮ জুন করোনা শনাক্ত হয়েছে।এরপর ৯ জুন তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয় এনিয়ে সিরাজদিখানে করোনায় মৃত্যুর সংখ্যা ৪ জন । স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান আরো জানান সিরাজদিখান নতুন করে আরো ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছে । ১০ তারিখে পাঠানো নমুনায় ১১ জন পুরুষ ও ৭ জন নারীর দেহে করোনা শনাক্ত হয় এ নিয়ে সিরাজদিখানে মোট আক্রান্তের সংখ্যা ২১৯ আর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ৬৬ জন ।



আপনার মূল্যবান মতামত দিন: