odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

মসজিদ ও মাদ্রাসাকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি : মেয়র সাঈদ খোকন

Admin 1 | প্রকাশিত: ১০ May ২০১৭ ০৪:২০

Admin 1
প্রকাশিত: ১০ May ২০১৭ ০৪:২০

ঢাকা শহরের প্রাণ কেন্দ্র গুলিস্থানে অবস্থিত গুলিস্থান কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ দিনের সমস্য ও তার পুনরায় উন্নয়নকল্পে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি- মোহাম্মদ হোসেন, কার্যকরি সভাপতি- ইদ্রিস মোল্লা,  যুগ্ন সাধারণ সম্পাদক- মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, মসজিদের তাবলীগের জিম্মাদার- ইউনূস শাহ্ সদস্য- জাকির হোসেন, শফিকুর রহমান প্রমুখ এর উপস্থিতিতে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র মো: সাঈদ খোকন প্রতিশ্রুতি বদ্ধ হন এবং তৎক্ষণিক ভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ডেকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ প্রদান করেন। এসময় মসজিদ কমিটি মসজিদের সার্বিক সমস্যা তুলে ধরেন এবং তারা এসংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে মেয়রের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের মেয়র মো: সাঈদ খোকন মেয়র মোহাম্মদ হানিফ মাদ্রাসার নতুন ভবন নির্মান  ও তার আধুনিকায়নে তিনি তার সর্বাত্মক প্রচেষ্টার ব্যাপারে মসজিদ কমিটির নিকট ওয়াদাবদ্ধ হন।



আপনার মূল্যবান মতামত দিন: