odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

ভিসা গাইড সেন্টারের অভিনব প্রতারণা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ October ২০২০ ০১:৩৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ October ২০২০ ০১:৩৯

'ভিসা গাইড সেন্টার' নামক প্রতিষ্ঠানে অভিনব উপায়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কানাডা ও জাপানে যাওয়ার কথা বলে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনা করে 

মিরপুর ১০ গোল চত্বর এর নিকট শাহআলী প্লাজায় 'ভিসা গাইড সেন্টার' নামের প্রতিষ্ঠানটি কানাডা ও জাপানে নেওয়ার কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। প্রতিষ্ঠানটি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, নোটারি পাবলিক সহ বিভিন্ন সিল ও স্বাক্ষর জালিয়াতি করে সাধারন জনগনের নিকট থেকে তাদের কাগজপত্র সত্যায়িত করে টাকা হাতিয়ে আসছে বলেও অভিযোগ রয়েছে। এসব তথ্যের ভিত্তিতে এনএসআই এর নগর অভ্যন্তরীণ অপারেশন উইং হতে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে নজরদারি করে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অদ্য ১২/২০/২০২০ তারিখে এনএসআইয়ের নগর অভ্যন্তরীণ অপারেশন উইং ও RAB-3 এর একটি যৌথ টিমের কিছুক্ষণের মধ্যেই অভিযান চলছে। জাল-জালিয়াতির বিভিন্ন কাগজপত্র সহ চেয়ারম্যান,এমডিসহ ১০ জনকে আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: