odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 13th November 2025, ১৩th November ২০২৫

পাওনা টাকার পরিবর্তে 'তক্ষক', ঢাকায় যাওয়ার পথে ধরা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ November ২০২০ ২৩:১৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ November ২০২০ ২৩:১৬

 

পাওনা টাকার পরিবর্তে 'তক্ষক', ঢাকায় যাওয়ার পথে ধরা 

চট্টগ্রাম: কর্ণফুলী থানাধীন এলাকা থেকে বিরল প্রজাতির 'তক্ষক'সহ মো. মনিরুল হক (৬৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। মনিরুল হক 'তক্ষক'সহ বান্দরবান থেকে ঢাকায় যাচ্ছিলেন

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি বর্তমানে কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

আটক মো. মনিরুল হক ঢাকার কেরানীগঞ্জ থানাধীন বটতলী এলাকার সিরাজুল হকের ছেলে।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) মো. ইয়াসির আরাফাত  বলেন, তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে।

তিনি কর্ণফুলী থানা পুলিশ হেফাজতে রয়েছেন।  

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ  বলেন, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক সদৃশ প্রাণিসহ মো. মনিরুল হককে আটক করা হয়

 
আটক মনিরুল হক জানিয়েছেন- তিনি বান্দরবানে একজনের কাছ থেকে টাকা পেতেন। ওই ব্যক্তি তাকে টাকার পরিবর্তে তক্ষক দিয়েছেন।  

ওসি দুলাল মাহমুদ বলেন, মনিরুল হক বান্দরবান থেকে তক্ষকটি নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। প্রাণিটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। মনিরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে



আপনার মূল্যবান মতামত দিন: