odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

মেট্রোরেল: চন্দ্রিমা উদ্যানে বিকল্প সড়ক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১১ December ২০২০ ০৪:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১১ December ২০২০ ০৪:১২

 

featured-image
 
মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য সড়ক বন্ধ থাকায় বৃহস্পতিবার থেকে রাজধানীর চন্দ্রিমা উদ্যান এলাকায় যানবাহন চলাচলের জন্য বিকল্প সড়ক উন্মুক্ত করা হবে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার সাহেদ আল মাসুদ  বলেন, ঢাকা মহানগরের অন্যান্য স্থানের মতো আগারগাঁও অঞ্চলেও মেট্রোরেলের নির্মাণ কাজ চলমান রয়েছে।

“চন্দ্রিমা উদ্যান সংলগ্ন আগারগাঁও রোডে মেট্রোরেলের একটি স্টেশন নির্মিত হবে। এ কারণে উড়োজাহাজ ক্রসিং থেকে বিআইসিসি ক্রসিং পর্যন্ত সড়কটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

“উক্ত সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ ইতোমধ্যে চন্দিমা উদ্যান সংলগ্ন একটি বিকল্প সড়ক প্রস্তুত করেছে। বিকল্প সড়কটি মূল সড়কের পশ্চিম প্রান্ত ঘেঁষে অবস্থিত।”

জনসাধারণকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন বিকল্প সড়কটি ব্যবহারের অনুরোধ করেন   তেজগাঁও ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন: