odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

কুর্দিদের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলেন এরদোগান

Admin 1 | প্রকাশিত: ১৮ May ২০১৭ ২১:০৩

Admin 1
প্রকাশিত: ১৮ May ২০১৭ ২১:০৩

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এরদোগান বলেছেন, সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দিদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আঁতাত তিনি মেনে নেবেন না।
ওয়াশিংটন সফররত এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকৈর পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দিয়েছেন। খবর এএফপি’র।
তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে কোন সন্ত্রাসী সংগঠনের স্থান ভবিষ্যতে থাকবে না।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সিরিয়ায় ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড অনুমোদনও করেছেন।
সে প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বিষয়টি নিয়ে তার অসন্তোষের কথা জানান। কিন্তু এরপরও উভয় নেতা দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি দেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে বেশ চমৎকার সম্পর্ক আছে এবং এটি ভবিষ্যতেও থাকবে।’
কুর্দিদের সংগঠন কার্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে তুরস্ক একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। তারা সিরিয়ায় আরো ভূমি দখল করুক তুরস্ক তা চায় না।
এরদোগান বলেন, যুক্তরাষ্ট্র কুর্দি সংগঠনগুলোকে মিত্র হিসেবে নেবার যে চেষ্টা করছে, সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বৈঠকের সময় এরদোগান যুক্তরাষ্ট্রে তুরস্কের ধর্মীয় নেতা ফতুল্লাহ গুলেনের বিষয়টি তুলে ধরে বলেন, তিনি মনে করেন গত বছরেরবসবাসরত জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য গুলেন দায়ী।
এরদোগান তাকে তুরস্কের হাতে তুলে দেবার দাবি জানিয়ে আসছেন। যদিও গুলেন বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: