odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

প্রধানমন্ত্রী এবার খালিয়াজুড়িতে রিকশায় চড়লেন

Admin 1 | প্রকাশিত: ১৯ May ২০১৭ ২১:৩৮

Admin 1
প্রকাশিত: ১৯ May ২০১৭ ২১:৩৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার নেত্রকোনার খালিয়াজুড়িতে একটি রিকশায় চড়লেন।
এর আগে তিনি গত জানুয়ারিতে পৈত্রিক এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি রিকশাভ্যানে চড়েছিলেন।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার খালিয়াজুড়ি উপজেলার হাওরাঞ্চলে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে যান। এক পর্যায়ে তিনি খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জেলা পরিষদ ডাক বাংলো পর্যন্ত রিকশায় চড়েন।
খালিয়াজুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সভা শেষে সবাইকে অবাক করে দিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক বাংলো পর্যন্ত প্রায় দুইশ’ গজ রাস্তা রিকশাযোগে গমন করেন।
উপজেলার জনগণ প্রধানমন্ত্রীকে রিকশায় চড়তে দেখে তা অবাক হয়ে উপভোগ করেন।
রিকশাচালক টিপু সুলতান খালিয়াজুড়ি উপজেলার চিনারহাটি গ্রামের বাসিন্দা।
পরে এই সংবাদদাতার সঙ্গে আলাপকালে টিপু সুলতান বলেন, ‘প্রধানমন্ত্রীকে তার রিকশায় নিতে পেরে তিনি খুবই আনন্দিত। ছয় মাসে আগে এই পেশায় আসা টিপু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমার রিকশায় যাত্রী হিসেবে পেয়ে আমি অত্যন্ত খুশি।’
টিপু সুলতান আরো বলেন, তিনি রিকশা চালানোর পরিবর্তে কোন চাকরি করতে চান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি তার জন্মভূমি টুঙ্গিপাড়ায় তার নাতি-নাতনীদের নিয়ে রিকশাভ্যানে চড়ে গ্রামবাসীর অবস্থা দেখার পাশাপাশি গ্রামের সৌন্দর্য্য উপভোগ করেন।



আপনার মূল্যবান মতামত দিন: