odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 22nd January 2026, ২২nd January ২০২৬

সাভারের আশুলিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শাহিন (২০) নামের এক যুবক মরদেহ উদ্ধার

Biplob | প্রকাশিত: ১৭ March ২০২১ ১৮:৩২

Biplob
প্রকাশিত: ১৭ March ২০২১ ১৮:৩২

সাভারের আশুলিয়া রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শাহিন (২০) নামের এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া চৌরাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহিনের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে সে ভ্যান দিয়ে নারী শিশু স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে এসেছিলেন।

পুলিশ জানায়, সড়কের পাশে মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিতে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে নারী ও শিশু চিকিৎসা কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নারী ও শিশু স্থাস্থ্য কেন্দ্রের ডিপুটি ম্যানেজার সোহান চৌধুরী বলেন, সকালে আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলো শাহীন। আমাদের এখানে অর্থপ্যাটিক্স এর চিকিৎসা হয় না দেখে আমরা তাকে পঙ্গু হাসপাতালে রেফাট করেছিলাম ।

পরে সে ভ্যান চালকের সাথে চলে গেছে । এরপর আর বলেতে পারি না। পরে আবার হাসপাতালে তার মরদেহ নিয়ে আসা হয় ।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহত শাহীন চিকিৎসা নিতে নারী ও শিশুতে এসেছিলেন এক ভ্যান চালকের সাথে। আমরা সেই ভ্যান চালককে সনাক্তের চেষ্টা করছি। তাকে পাওয়া গেলে সঠিক তথ্য পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন: