odhikarpatra@gmail.com ঢাকা | Sunday, 16th November 2025, ১৬th November ২০২৫

বাংলদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দিবে চীন

Biplob | প্রকাশিত: ২২ May ২০২১ ০৪:৫৮

Biplob
প্রকাশিত: ২২ May ২০২১ ০৪:৫৮

বাংলাদেশকে আরও ৬ লাখ ডোজ টিকা উপহার দেয়ার কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

শুক্রবার (২১ মে) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে এ কথা জানান তিনি। সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়ার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় আরও ৬ লাখের ঘোষণা দিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের টিকার তৃতীয় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ করতে যাচ্ছে আনুই জিফেই নামের একটি চীনা প্রতিষ্ঠান। টিকার পরীক্ষার পাশাপাশি তারা যৌথ গবেষণা ও উৎপাদন কারখানাও স্থাপন করতে চায়। এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট শীঘ্রই ঢাকায় আসছেন বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: