odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
শনিবার বাংলাদেশে আসছে

পাকিস্তান ক্রিকেট দল,তিন টি-টোয়েন্টি  এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৩ November ২০২১ ১১:০২

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৩ November ২০২১ ১১:০২

 

ঢাকা, ১২ নভেম্বর, ২০২১  :আগামীকাল  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল,তিন টি-টোয়েন্টি  এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে । 

যদিও  আগের সূচি অনুযায়ী ১৬ নভেম্বর ঢাকায় আসার কথা ছিল পাকিস্তান দলের। তবে বিশ্বকাপের ফাইনালে উঠতে না পারায় কালই  দুবাই থেকে সরাসরি ফ্লাইটে ঢাকায় আসবে পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে হেরেছে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পাওয়া পাকিস্তান। 
বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা-বলয়ে প্রবেশ করবে পাকিস্তান দল। ঢাকায় পা দেয়ার পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলেই পরদিন থেকে অনুশীলন করতে পারবে সফরকারীরা। 
পাকিস্তান ক্রিকেট বোর্ডের উদৃতি  দিয়ে জিও নিউজ তাদের প্রতিবেদনে জানিয়েছে, দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক বাংলাদেশে আসবেন ১৬ নভেম্বর। তবে স্কোয়াডের বাকি খেলোয়াড়রা শুক্রবার মধ্যরাতের ফ্লাইটেই আসছেন বাংলাদেশে।
১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট।  ৪ ডিসেম্বর মিরপুরে শুরু হবে হবে দ্বিতীয় টেস্ট।



আপনার মূল্যবান মতামত দিন: