odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫
বাসে হাফপাস দাবিতে

ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

amaderodhikarpatra@gmail.com | প্রকাশিত: ১৯ November ২০২১ ১০:৪০

amaderodhikarpatra@gmail.com
প্রকাশিত: ১৯ November ২০২১ ১০:৪০

 

গণপরিবহণে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া কার্যকরের দাবিতে নিউমার্কের এলাকার সড়কে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

এ সময় শিক্ষার্থীরা অনতিবিলম্বে হাফ ভাড়া কার্যকরের দাবি জানান। শিক্ষার্থীদের সঙ্গে পরিবহণ শ্রমিকদের দুর্ব্যবহার বন্ধেরও দাবি জানানো হয়। শিক্ষার্থীরা তাদের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক করেন শিক্ষার্থীরা।

সড়কে শিক্ষার্থীদের অবস্থানে বিষয়টি নিশ্চিত করেছে নিউমার্কেট থানা পুলিশ। পরে পুলিশ গিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। ১১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরেই দাবি ছিল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফপাস নিশ্চিত করা। কিন্তু হাফপাস না দিয়ে উল্টো শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই বাজে ব্যবহার করেন পরিবহণ শ্রমিকরা। ডিজেলের দাম বাড়ানোর দোহাই দিয়ে বাড়তি ভাড়া আদায় করা হয়। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করা হয়। এছাড়া পরিবহণ শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

তবে এ বিষয়ে বাস মালিক-শ্রমিকদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: