odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

উ.কোরিয়া ‘আমাদের সকলের জন্য হুমকি’ : ম্যাটিস

Admin 1 | প্রকাশিত: ৩ June ২০১৭ ১৩:০৪

Admin 1
প্রকাশিত: ৩ June ২০১৭ ১৩:০৪

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়া ও তার পারমানবিক কর্মসূচি ‘আমাদের সকলের জন্য হুমকি’। এ বিষয়ে তিনি ঐক্যবদ্ধভাবে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান। খবর এএফপি’র।
সিঙ্গাপুরে শনিবার শানগ্রি-লা প্রতিরক্ষা সম্মেলনে নীতি নির্ধারণী ভাষণে ম্যাটিস বলেন, ‘কোরীয় উপ-দ্বীপকে নিরস্ত্রিকরণে আমাদের সকলের একযোগে কাজ করা অপরিহার্য। এক্ষেত্রে আমাদের পারস্পরিক দায়িত্ব অবশ্যই পালন করতে হবে।’
পিয়ংইয়ং সোমবার আবারো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তাদের একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এটি ছিল সর্বশেষ। আর এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার মার্কিন ভূ-খন্ডে আঘাত হানার সক্ষমতা অর্জনের পথে এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে উভয় দেশের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে।
ম্যাটিস বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী উত্তর কোরিয়ার কর্মকান্ড একেবারে অবৈধ।’
‘এ ব্যাপারে আন্তর্জাতিক মহল ঐক্যবদ্ধ যে, উত্তর কোরিয়াকে এভাবে চলতে দেয়া যায় না। উত্তর কোরিয়াকে নিরস্ত্রিকরণে চীনের ঘোষিত নীতি হচ্ছে আমাদের নীতি। এক্ষেত্রে জাপান ও দক্ষিণ কোরিয়া একই ধরণের নীতি পোষণ করে।’
উল্লেখ্য, ট্রাম্প উত্তর কোরিয়ার পারমানবিক কর্মসূচির লাগাম টেনে ধরতে বেইজিংয়ের সহায়তা চেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: